যশোর ও ঝিনাইদহে আরও ১৮ করোনা রোগী শনাক্ত

যশোর ও ঝিনাইদহ জেলায় নতুন ১৮ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে যশোরে আক্রান্ত হয়েছেন ১০ জন ও ঝিনাইদহের আট জন। আজ মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানিয়েছেন।
Corona_Detect
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যশোর ও ঝিনাইদহ জেলায় নতুন ১৮ জন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে যশোরে আক্রান্ত হয়েছেন ১০ জন ও ঝিনাইদহের আট জন। আজ মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ জন আক্রান্ত রোগী পাওয়া গেছে। যশোরে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জন ও ঝিনাইদহের ২৩ জনের নমুনা পরীক্ষা করে আট জন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর বাইরে নড়াইলের দুই জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তারা কেউ আক্রান্ত নন।’

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। যশোরে ৪৪ জন, ঝিনাইদহে ২২ জন, নড়াইলে ১২ জন, চুয়াডাঙ্গায় ছয় জন, কুষ্টিয়ায় চার জন, মাগুরায় তিন জন ও মেহেরপুরে দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

Comments