খুলনায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ২৪ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ভোর রাত ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় ওই নারী হাসপাতালে ভর্তি হন। নিউমোনিয়া থাকায় তাকে করোনা সাসপেক্টেড আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোর রাত ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
Comments