ঢাকাফেরত আরও ২ জন আক্রান্ত, টাঙ্গাইলে ১১০ বাড়ি লকডাউন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আরও দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি তারা ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা আক্রান্ত দুই রোগীর এলাকায় ১১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও অন্য জন পুরুষ। নারীর বয়স ৫৫ বছর। পুরুষের বয়স ৩০ বছর।’
সাটিয়াচড়া ও কামারপাড়া গ্রামের বাসিন্দারা জানায়, গত ২৪ এপ্রিল তারা ঢাকা থেকে মির্জাপুরে আসেন। একজন ঢাকায় তাঁতীবাজার এলাকায় স্বর্ণকারের কাজ করেন। অন্য জন বোনের বাসায় ছিলেন। ঢাকা থেকে ফেরার বিষয়টি জানার পরে গত ২৬ এপ্রিল স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে।
মির্জাপুরে এ পর্যন্ত ১৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Comments