চট্টগ্রামে র্যাব সদস্যের করোনা শনাক্ত
চট্টগ্রামে এক র্যাব সদস্যের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের বিআইটিআইডিতে ১০০ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয় বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
তাদের মধ্যে, র্যাব সদস্য ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ও এক ট্রাফিক পুলিশের করোনা শনাক্ত হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আক্রান্ত সদস্যের শুকনো কাশি ও গলা ব্যথা হলে, গত ৭ এপ্রিল থেকে তাকে আমরা আইসোলেশনে রাখি। গত ২১ তারিখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।'
তিনি আরো বলেন, 'বর্তমানে আক্রান্ত সদস্য পতেঙ্গায় র্যাব -৭ কার্যালয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। তার সংস্পর্শে আসা আরো ১০ জনকেও আইসোলেশনে রাখা হয়েছে।'
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ জানান, করোনা শনাক্ত হওয়া ট্রাফিক সদস্য শহরের দামপাড়া পুলিশ লাইনস ব্যারাকে থাকতেন। এ নিয়ে সাত জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
সিভিল সার্জন জানান, গতকাল নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার ১১ জন ও লক্ষ্মীপুরের একজনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ১১ জনের ৯ জন মহানগরীর ও দুজন সাতকানিয়া উপজেলার।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে দুই হাজার ৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে। বিআইটিআইডির ল্যাবে চট্টগ্রাম ছাড়াও বিভাগের বিভিন্ন জেলার নমুনা এনে পরীক্ষা করা হয়। এ পর্যন্ত, চট্টগ্রাম জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। মারা গেছেন পাঁচ জন।
Comments