কুমিল্লায় একই পরিবারের ৪ জনের করোনা শনাক্ত
কুমিল্লায় একই পরিবারের চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত পরিবারটি মুরাদনগরের। এছাড়া তিতাস উপজেলার একজন নিয়ে আজ এই জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২। এদের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ জন।
আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নাজমুল আলম জানান, এই পর্যন্ত উপজেলায় ১১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৬০ জনের। কোভিড-১৯ পজিটিভ এসেছে ছয় জনের।
জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলায় ১৫২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১২১৯ জনের। যার মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ এসেছে।
Comments