পিরোজপুরে বাড়িতে থেকেই করোনায় আক্রান্ত হলেন বৃদ্ধ
পিরোজপুরের কাউখালী উপজেলায় এক বৃদ্ধ বাড়িতে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ষাটোর্ধ ওই বৃদ্ধ শারীরিকভাবে অসুস্থ থাকায় গত সোমবার ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চিকিৎসা নেওয়ার জন্য। পরে গতকাল রাতে পরীক্ষার ফলাফলে জানা যায় যে তার কোভিড-১৯ পজিটিভ। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে।
শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, গত কয়েক দিন ধরে ওই বৃদ্ধ জ্বরে ভুগছিলেন এবং তার অ্যাজমার সমস্যা রয়েছে। তাই তিনি পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এসময় সেখানকার চিকিৎসকরা কোভিড-১৯ পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করেন। তবে বাড়িতে ফিরে ওই বৃদ্ধ স্বাভাবিকভাবেই চলাফেরা করেছেন। এতে ভাইরাসটি অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশংকা করছেন তারা। বর্তমানে ওই বৃদ্ধ সুস্থ রয়েছেন।
কীভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন, এ বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি স্থানীয় প্রশাসন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা খাতুন রেখা জানান, ওই বৃদ্ধ বাড়ি থেকে মসজিদে নামাজ আদায় করতে যেতেন। এ ছাড়া, তিনি কোথাও খুব বেশি চলাচল করতেন না। তার শরীরে করোনাভাইরাস ধরা পরার পর রাতেই পুরো বাড়ি লকডাউন করা হয়েছে।
তার পরিবারের অন্য সদস্য এবং নিকটতম প্রতিবেশীদের শরীরের নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান ইউএনও।
কাউখালীতে ওই বৃদ্ধই প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি। এখন পর্যন্ত পিরোজপুরের সাতটি উপজেলা থেকে ২১১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে পিরোজপুর সদর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও কাউখালী উপজেলায় নয় জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় এক যুবক সুস্থ হয়েছেন। তবে করোনা আক্রান্তদের মধ্যে এক যুবক পিরোজপুর থেকে গোপনে ঢাকায় চলে গেছেন।
Comments