ঝিনাইদহে শিক্ষার্থীকে হত্যা

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার আরাফাত রহমান বিশ্বাস (২১) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত শেখপাড়া গ্রামের কুটিপাড়ার বাসিন্দা সাবেক সেনা সদস্য বিদ্যুৎ হোসেন বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরাফাতের পিতা বিদ্যুৎ বিশ্বাস তার দুই ভাইয়ের জমি কিনে বাড়ি নির্মাণ করেন। ওই জমি কম টাকায় কিনতে চেয়েছিল পার্শ্ববর্তী গ্রামের আরেক ব্যক্তি। জমি কিনতে না পেরে বাড়িতে যাতায়াতের পথ নিয়ে প্রায়ই ওই ব্যক্তির সঙ্গে বিদ্যুৎ বিশ্বাসের বাকবিতণ্ডা হতো। সবশেষ গকাল দুপরে যাতায়াতের পথকে কেন্দ্র করে ওই ব্যক্তি ও তার ছেলে, ভাতিজারা মিলে আতর্কিতভাবে বিদ্যুতের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে আরাফাতের ওপর হামলা চালায়। হামলায় গুরুত আহত হন আরাফাত। প্রথমে শৈলকুপা ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের মৃত্যু হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।’

Comments

The Daily Star  | English

US elections: Prof Yunus congratulates Trump

Recalling the existing relations between Bangladesh and the US, Yunus said Bangladesh and the US share a long history of friendship and collaboration across numerous areas of mutual interest

1h ago