কুমিল্লায় আজ নতুন শনাক্ত ১৬
কুমিল্লায় ১৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এটিই এখন পর্যন্ত কুমিল্লায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান ।
সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন দেবীদ্বার ও লাকসাম উপজেলায়। দুটি উপজেলাতেই শনাক্ত হয়েছেন ছয় জন করে। এছাড়াও মনোহরগঞ্জে দুজন এবং তিতাস ও বরুরা উপজেলায় একজন করে শনাক্ত হয়েছেন।
কুমিল্লায় দেবীদ্বারের বাগুরায় তিন জন, নবীয়াবাদে দুজন এবং গুনাইঘর উত্তরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর।
এ পর্যন্ত কুমিল্লা থেকে এক হাজার ৬৭২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে এক হাজার ৩৪৫টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, জেলায় মোট করোনা শনাক্ত হয় ৬৮ জনের। এদের মধ্যে আজ বুধবার পর্যন্ত সাত জন সুস্থ হয়েছেন।
Comments