ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে সেনাবাহিনীর জীবাণুনাশক বুথ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে জীবাণুনাশক বুথ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হসপাতালের সামনে সেনাবাহিনীর উদ্যোগে স্থাপন করা জীবাণুমুক্তকরণ বুথ। ছবি: মাসুক হৃদয়

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে জীবাণুনাশক বুথ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

বুধবার দুপুর দুইটার দিকে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সেনানিবাসের ১০১ বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামছুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে নাজিম উদ দৌলা সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনী যেসব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে তারই অংশ হচ্ছে এই বুথ। তবে ব্যক্তি নিরাপত্তার জন্য ব্যক্তিকেই সতর্ক হতে হবে। এরপরও এমন একটি বুথ থাকলে মানুষ সতর্ক হবে। সার্বিক পরিস্থিতির উত্তরণে এটি ভালো ভূমিকা রাখতে পারে।’

পরে তিনি হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রস্তাবিত আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন।

Comments

The Daily Star  | English

Govt fixes chicken, egg prices

Sonali chicken Tk 269.54, broiler Tk 179.59, egg Tk 11.87

59m ago