কক্সবাজারের হ্যাচারিতে এক শিক্ষার্থীর ‘রহস্যজনক’ মৃত্যুর অভিযোগ
কক্সবাজারের উখিয়ার সাগর তীরবর্তী সোনারপাড়ের একটি চিংড়ি পোনা উৎপাদনকারী হ্যাচারিতে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর ‘রহস্যজনক’ মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহতের পরিবারের অভিযোগ, আজ বুধবার সকাল ১১ টার দিকে হ্যাচারির লোকজন ওই শিক্ষার্থীকে টাকার প্রলোভন দেখিয়ে বর্জ্য নিষ্কাশনের জন্য বর্জ্য চলাচলের পাইপলাইনের ভেতরে ঢুকিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক হ্যাচারিরর এক কর্মকর্তা জানান, ঘন্টাখানেক পরে ওই শিক্ষার্থী পাইপের ভেতর থেকে বের না হলে তাকে উদ্ধার করে অন্য দুই কর্মচারী কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে হাসপাতালে রেখে দ্রুত পালিয়ে যায় দুই কর্মচারী।
ওই শিক্ষার্থীর বাবা কাদের হোসাইন দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হ্যাচারি কর্তৃপক্ষ হত্যা করেছে। তিনি তার সন্তানের হত্যাকারীদের শাস্তির দাবি জানান।
উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ ময়না তদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও মামলা হয়নি। ঘটনা তদন্ত করে হ্যাচারি কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিযুক্ত হ্যাচারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Comments