কুষ্টিয়ায় সন্তানসম্ভবা নারীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আটক ১
কুষ্টিয়ায় নয় মাসের সন্তানসম্ভবা এক নারীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করেছে পুলিশ।
জান যায়, শহরের কমলাপুর এলাকায় নবীন প্রামানিক স্কুল সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই নারী। দুপুরের দিকে তিনি বাড়ির পাশের দুই নারীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুই দুর্বৃত্ত ওই নারীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রের্ফাড করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানায়, তার শরীরের প্রায় ৮০ শতাংশের বেশি জায়গা পুড়ে গেছে।
টাকার অভাবে ওই নারীর চিকিৎসা প্রক্রিয়া বিলম্বিত হলে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) তত্ত্বাবধানে তাকে এম্বুলেন্স ভাড়া করে ঢাকার বার্ন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত এক জনকে আটক করেছে পুলিশ।
ঘটনার পেছনের কারণ জানতে পুলিশ তদন্ত করছে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা।
Comments