টি-টেন দলের কর্ণধার দীপক আগারওয়ালকে নিষিদ্ধ করল আইসিসি
টি-টেন লিগে দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করায় সিন্ধি ফ্র্যাঞ্চাইজির কর্ণধার দীপক আগারওয়ালকে নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সব ধরণের ক্রিকেট থেকে এই সংগঠককে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
২০১৮ সালের টি-টেন ক্রিকেট লিগে একটা ধারা ভঙ্গ করেন আগারওয়াল। তিনি যে ধারা ভঙ্গ করেছেন তাতে লেখা আছে- ‘তদন্তে সহায়ক দলিল নষ্ট কিংবা গোপন করা, অথবা তথ্য বিকৃত করে কাজে বাধা দেওয়া নতুবা তদন্তে দেরি করানো।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ভারতীয় এই ব্যবসায়ী তার বিরুদ্ধে আনা অভিযোগ ও সাজা মেনে নিয়েছেন।
দীপক আগারওয়াল নামের এক ব্যক্তি আইসিসির কালো তালিকাভুক্ত জুয়াড়ি। অবৈধ কার্যক্রমে যুক্ত থাকায় ভারতে তাকে জেলও খাটতে হয়েছে। তার সঙ্গে কথোপকথন ও দেখা করতে চাওয়ার তথ্য গোপন করেছিলেন সাকিব আল হাসান। তিনবার তার প্রস্তাব গোপন করায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আগামী অক্টোবরে শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা।
তবে ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে আইনভঙ্গ করে নিষিদ্ধ এই আগারওয়াল জুয়াড়ি সেই আগারওয়াল কিনা তা বিবৃতিতে স্পষ্ট করেনি আইসিসি। তাছাড়া কোন জুয়াড়িকে নিষিদ্ধ করার এখতিয়ারও নেই আইসিসির।
Comments