খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর আর নেই

ঋষি কাপুর। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে মারা গেছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ঋষি কাপুর।

আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ভাই অভিনেতা রণধীর কাপুর। বরেণ্য এই অভিনেতার বয়স হয়েছিল ৬৭ বছর।

এর আগে, গতকাল রাতে রণধীর কাপুর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গতকাল সকালেই ঋষি কাপুরকে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি ক্যানসারে আক্রান্ত এবং তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল।

ক্যানসারের জন্য নিউইয়র্কে চিকিৎসা নিয়েছিলেন ঋষি কাপুর। গত বছরে মুম্বাইয়ে ফেরেন। স্ত্রী নিতু কাপুর, ছেলে রণবীর কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বর্ষীয়ান এই অভিনেতা।

মাত্র এক দিন আগেই বলিউড হারিয়েছে আরেক খ্যাতিমান অভিনেতা ইরফান খানকে। গতকাল সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কোলন ইনফেকশন নিয়ে হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন ইরফান।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago