যশোর জেনারেল হাসপাতালের ২২ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে

Corona_Detect
স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় যশোর জেনারেল হাসপাতালের ১১ জন চিকিৎসক ও ১১ নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আক্রান্ত প্রত্যেককে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সময় তাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইতোমধ্যে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও মেডিসিন ওয়ার্ড লকডাউন করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন রোগীদের বিকল্প জায়গায় স্থানান্তর করা হয়েছে। জীবাণুমুক্ত করার পরে আবার সিসিইউ ও মেডিসিন ওয়ার্ড চালু করা হবে।

 

ডা. দিলীপ কুমার রায় আরও বলেন, কারা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের সংস্পর্শে এসেছিল তা শনাক্ত করা হবে। হাসপাতালের প্রত্যেককে পর্যায়ক্রমে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদের সঙ্গে যোগাযোগ করে নমুনা পরীক্ষা করাতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

42m ago