নাটোর জেলা লকডাউন

স্টার অনলাইন গ্রাফিক্সস

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত দুইদিনে ৯ জনের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সার্জনের গত ২৯ এপ্রিলের পাঠানো পত্র এবং ৩০ এপ্রিল করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হল। আজ বিকেল ৩ টা থেকে জেলার বাইরে কোনো মানুষ যেতে বা আসতে পারবে না। এমনকি এক উপজেলার মানুষ অন্য উপজেলায় যেতে পারবে না।

এতে আরও জানানো হয়, সকল ধরণের গণপরিবহন ও গণজমায়েত নিষিদ্ধ করা হলো। সামাজিক দূরত্ব নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। তবে, জরুরি পরিষেবা, চিকিৎসা, ব্যাংকিং, খাদ্যপণ্য, কৃষি, ওষুধের দোকান, এবং সংবাদপত্র লকডাউনের বাইরে থাকবে। 

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago