মানিকগঞ্জে শ্রমিকদের খাবার দিল সংগঠন
মে দিবস উপলক্ষে মানিকগঞ্জের শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়েছে জাতীয় শ্রমিক লীগ মানিকগঞ্জ জেলা শাখা। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদরে সংগঠনটির জেলা কার্যালয়ে ৫০ জন শ্রমিকের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হানিফ আলী বলেন, ‘করোনার সংক্রমণ প্রতিরোধে দেশে সাধারণ ছুটি চলায় শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরকারিভাবে সহায়তা দিলেও, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই তারা সংগঠনের পক্ষ থেকে কর্মহীন শ্রমিকদের তালিকা করে খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছেন।
এই সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এর আগেও সংগঠনটির উদ্যোগে পাঁচ শতাধিক শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
Comments