ভারত-পাকিস্তানকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া
বার্ষিক হালনাগাদের পর আইসিসি টেস্ট ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এসেছে বড়সড় পরিবর্তন। ভারতকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। কেবল তা-ই নয়, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠে গেছে তারা। অজিরা পেছনে ফেলেছে এশিয়ার আরেক দল পাকিস্তানকে।
শুক্রবার সবশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ওয়ানডের শীর্ষ দলের কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই তালিকার চূড়ায় আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এই হালনাগাদে ২০১৯ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সের শতভাগ ও আগের দুই বছরের পারফরম্যান্সের শতকরা ৫০ ভাগ বিবেচনায় আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ২০১৬-১৭ মৌসুমের ফলগুলো। এতে ২০১৬ সালের অক্টোবরের পর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে ভারত নেমে গেছে তিনে। আর ২৭ মাস পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থান খুইয়ে চারে নেমে গেছে পাকিস্তান।
টেস্টে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট বেড়েছে ৮। তাদের পয়েন্ট এখন ১১৬। তাদের ঠিক পেছনেই আছে প্রতিবেশী নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট বেড়েছে ৫। সবমিলিয়ে রেটিং পয়েন্ট ১১৫। ভারতের রেটিং পয়েন্ট কমেছে ২। তাতেই দুই ধাপ নিচে নেমে গেছে তারা। তাদের রেটিং পয়েন্ট ১১৪।
র্যাঙ্কিংয়ের পরের সাতটি অবস্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট বেড়েছে ৯। তাদের অর্জন ২৭৮ পয়েন্ট। দুইয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬৮। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে ভারত। পাকিস্তানের রেটিং পয়েন্ট কমেছে ১০। ২৬০ পয়েন্ট নিয়ে চারে তারা।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট সমান ২২৯। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় টাইগাররা আছে আট নম্বরে। তাদের পয়েন্ট বেড়েছে ২।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৩ বেড়ে হয়েছে ১২৭। ভারত দ্বিতীয় স্থানে আছে ১১৯ পয়েন্ট নিয়ে। গেল বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছে।
এই সংস্করণে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ১। তারা সাত নম্বরে আছে ৮৮ পয়েন্ট নিয়ে।
Comments