সাজেকের ১৬০ পরিবারের পাশে ভিক্ষু সংঘ ও কাচালং ওয়েলফেয়ার সোসাইটি
করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়েছেন পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার অনেক মানুষ। এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে পার্বত্য ভিক্ষু সংঘ ও কাচালং ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠন দুটির যৌথ উদ্যোগে প্রথম ধাপে রাঙামাটির সাজেক ইউনিয়নের ২১ পাড়ার ১৬০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে তারা এসব পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্য ছিল- ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ টি সাবান।
পার্বত্য ভিক্ষু সংঘের বাঘাইছড়ি শাখার সভাপতি ভদন্ত. কল্যাণ মিত্র মহাথের বলেন, ‘করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ উদ্যোগ। আজ প্রথম ধাপের ত্রাণ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে আরও দেওয়া হবে। যতদিন করোনার প্রভাব থাকবে আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।’
ত্রাণ বিতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি শাখার সভাপতি ভদন্ত. কল্যাণ মিত্র মহাথের, সহসভাপতি ভদন্ত. শান্তজ্যোতি থের, ভদন্ত. কলিতো থের, ভদন্ত. শীলবংশ ভিক্ষু, ভদন্ত. পূর্ণানন্দ ভিক্ষু, কাচালং ওয়েলফেয়ার সোসাইটির সাংগঠনিক সম্পাদক বানসেল চাকমা এবং সদস্য এলটু চাকমা।
Comments