সিলেটে আরও ১১৫ করোনা রোগী শনাক্ত
সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২২৫ জনে দাঁড়িয়েছে।
আজ শনিবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।
তিনি জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষার ল্যাবে চাপ বেড়ে যাওয়ায় কিছু নমুনা সম্প্রতি ঢাকায় পাঠানো হয়। এ ছাড়াও, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের আরও কিছু নমুনাও ঢাকায় পাঠানো হয়। এসব নমুনা পরীক্ষা শেষে গতকাল ঢাকার ল্যাবগুলো থেকে ৯৯ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
ডা. আনিসুর রহমান বলেন, ‘গত সপ্তাহে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে চাপ বেড়ে যাওয়ায় জমা হওয়া ৬৬৮টি নমুনা ঢাকায় পাঠানো হয়। যার মধ্যে ৭৮টির ফল পজিটিভ এসেছে। ল্যাব কোড নাম্বার মিলিয়ে এ ৭৮ জনের মধ্যে কোন জেলায় কতজন শনাক্ত হয়েছেন তা নিশ্চিত হতে একটু সময় লাগবে। এ ছাড়াও, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ থেকে আলাদাভাবে পাঠানো নমুনার মধ্যে ২১টির ফল পজিটিভ এসেছে। এর মধ্যে হবিগঞ্জের ১২ জন, সুনামগঞ্জের চার জন ও মৌলভীবাজারের পাঁচ জন।’
এ ছাড়াও, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে গতকাল ১৬৭টি নমুনা পরীক্ষা শেষে আরও ১৬টির ফল পজিটিভ এসেছে বলে জানান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর প্রায় ১ মাস পর ৫ এপ্রিল সিলেটে প্রথম আক্রান্ত হিসেবে শনাক্ত হন এক চিকিৎসক।
নতুন ১১৫ জনসহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা এখন ২২৫। এর মধ্যে প্রথম আক্রান্ত চিকিৎসকসহ মারা গেছেন তিন জন এবং সুস্থ হয়েছেন দুই জন।
Comments