চাঁদপুরে আইসোলেশনে নারীর মৃত্যু, পুলিশের সহায়তায় দাফন

জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে ওই নারী জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে আসেন। তখন তার অবস্থা গুরুতর দেখে আমরা হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি নেই। ভর্তির দেড় ঘণ্টার মাথায় তিনি মারা যান। এ নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হলো।’

চাঁদপুর জেলার সিভিল সার্জন ডা. মো.সাখাওয়াত উল্লাহ বলেন, ‘করোনা পরীক্ষার জন্য মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।’

মারা যাওয়ার পর ওই নারীর শ্বশুর বাড়ির এলাকা হাজিগঞ্জের রাজারগাঁও গ্রামে তার মরদেহ দাফন করতে গেলে বাধা দেন স্থানীয়রা। পরে গতকাল দিনগত রাত সাড়ে ৩টার দিকে পুলিশের সহায়তায় মরদেহ দাফন করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মৃত নারীর বাড়ি চট্টগ্রামে হলেও তার শ্বশুর বাড়ি হাজিগঞ্জের রাজারগাঁও গ্রামে। গতকাল দিনগত রাত ১২টার দিকে সেখানে তার মরদেহ দাফন করতে গেলে স্থানীয়রা বাধা দেয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বুঝিয়ে মরদেহ দাফনের ব্যবস্থা করি।’

Comments