আদিতমারীতে টেকনোলজিস্টের অভাবে করোনার নমুনা সংগ্রহে জটিলতা
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ল্যাব টেকনোলজিস্টের অভাবে করোনার নমুনা সংগ্রহে জটিলতা দেখা দিয়েছে। প্রথম ব্যক্তি করোনা শনাক্তের ৩ দিনেও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা যায়নি।
করোনা ভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করার কাজ করেন ল্যাব টেকনোলজিস্ট। জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নের বাসিন্দাদের জন্য ৫০ শয্যার হাসপাতালটিতে টেকনোলজিস্ট পদটি দীর্ঘদিন ধরে শুন্য থাকায় ল্যাবটি তালাবদ্ধ রয়েছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, শনাক্ত হওয়া করোনা রোগীর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের প্রয়োজন হলেও, সিভিল সার্জন জানিয়েছেন লক্ষণ প্রকাশ পেলেই নমুনা নেওয়া হবে।
এ বিষয়ে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় দ্য ডেইলি স্টারকে জানান, আতঙ্কের কিছু নেই। করোনার লক্ষণ দেখা দিলেই নমুনা সংগ্রহ করা হবে।
তিনি বলেন, টেকনোলজিস্টরাই নমুনা সংগ্রহ করেন। ওই হাসপাতালে টেকনোলজিস্ট পদ শুন্যের বিষয়ে জানা নেই। খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার উপজেলায় প্রথম করোনা শনাক্ত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলোশেন ওয়ার্ডে ভর্তি করার পর আক্রান্তসহ আশেপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়।
Comments