শ্রীমঙ্গলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক দূরত্ব নিশ্চিত ও লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন।
এ সময় সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে দশ ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন ৩০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ, গত ২৮ এপ্রিল দ্য ডেইলি স্টারে ‘নামেই লকডাউন বাড়ছে ঝুঁকি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
Comments