লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আরও ৪ কয়েদি মুক্ত
লঘু অপরাধ ও কম মেয়াদে সাজা বিবেচনায় চার জন কয়েদিকে আজ শনিবার টাঙ্গাইল জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়াদের মধ্যে কালিহাতী উপজেলার দুই জন, বাসাইলের একজন এবং ধনবাড়ীর এক জন।
জেলার মো. আমানউল্লাহ দ্য ডেইলি স্টারকে জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লঘু অপরাধে অপেক্ষাকৃত কম মেয়াদে সাজা পাওয়া বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে এই চার জনকে মুক্তি দেওয়া হয়েছে। চুরি এবং মাদক মামলায় এক থেকে ছয় বছরের সাজা ভোগ করছিলেন এরা।
এদের মধ্যে কালিহাতী উপজেলার দুই জন এবং বাসাইলের একজন দুপুরে ছাড়া পেয়ে চলে গেছেন। ধনবাড়ী উপজেলার অপরজনের ২০,০০০ টাকা অর্থদণ্ড থাকায় তা আদায় সাপেক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছেন।
এই চার জনসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা কারাগার থেকে আজ শনিবার মোট ২৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
জেলার আরও জানান এর আগে তারা চারটি ক্যাটাগরিতে—তিন মাস মেয়াদী, ছয় মাস, এক বছর এবং দুই বছর মেয়াদী—বন্দীদের তালিকা কারা অধিদপ্তরে পাঠিয়েছিলেন। পরে সেখানকার সুরক্ষা সেল থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ছাড়াও বিশেষ একটি ক্যাটাগরিতে ২০ বছরের বেশি সাজা খাটা ছয় জন কয়েদির তালিকাও পাঠানো হয়েছে এবং এরা মুক্তির জন্য বিবেচনাধীন রয়েছে।
ইতিমধ্যে সাজার অর্ধেকের বেশি বা দুই-তৃতীয়াংশ খাটা হয়ে গেছে এমন বন্দীরাই মুক্তির জন্য বিবেচিত হচ্ছেন।
Comments