রংপুরে চিকিৎসক-পুলিশসহ আরও ১১ জনের করোনা শনাক্ত

রংপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশ‌ কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রংপুরে গত ২৪ ঘণ্টায় পুলিশ‌ কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ রোববার রংপুর মেডিকেল কলেজ (রমেক) এ ১৮৮ জনের নমুনা পরীক্ষায় রংপুর জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে আছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ও নার্স, সদর উপজেলার চিকিৎসক, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা।

এছাড়াও শালবন এলাকার তিন বছরের শিশুরও করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানিয়েছেন, রংপুরে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬২ জন। তাদের মধ্যে চার জন সুস্থ হয়েছেন। বাকিদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৬ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে আজ নীলফামারী জেলার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Comments