এবার ওয়ানডেতে নিজেকে এক ধাপ উপরে নিতে চান লাবুশেন

Marnus Labuschagne
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রথম তিন-চার টেস্টে ছিলেন গড়পড়তা। নিজের নামকে পরিচিতই করাতে পারেননি তখন। কিন্তু গত অ্যাশেজে স্টিভেন স্মিথের কনকাশন বদলি হিসেবে নেমে নিজের অন্য ছবি দেখাতে শুরু করেন মারনাস লাবুশেন। ধারাবাহিক রান বন্যায় গেল বছর টেস্ট ক্রিকেট মাতিয়ে রাখেন তিনি। পরে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওয়ানডেতেও শুরুটা তার দারুণ। করোনাভাইরাসের বন্দি সময়ে নিজের আগামীর লক্ষ্য আরও শাণিত করেছেন এই অজি ব্যাটসম্যান।

ক্যারিয়ারের প্রথম আট ইনিংসে ২৬.২৫ গড়ে করেছিলেন মোটে ২১০ রান। এরপরই তার দুরন্ত ছুটে চলা। পরের ১৫ ইনিংসে ৮৩. ২৭ গড়ে করে ফেলেন আরও ১২৪৯ রান। ১৪ টেস্টের ক্যারিয়ার তাই এরমধ্যে ঝলমলে। ২৩ ইনিংসে ৬৩.৪৩ গড়ে ১৪৫৯ রান, করে নিয়েছেন ডবাল সেঞ্চুরিও। কঠিন সব পরিস্থিতি থেকে দারুণ সব ইনিংসে দিয়ে ফেলেছেন বড় কিছু হওয়ার আভাস। 

পরে ওয়ানডে যাত্রাতেও চমক তার। এ পর্যন্ত ৭ ওয়ানডে খেলে ৩০৫ রান করেছেন। ৬ ইনিংসেই এসে গেছে ১ সেঞ্চুরি আর ২ ফিফটি।

আত্মতৃপ্তিতে মগ্ন হওয়ার রসদ এখনি প্রচুর। কিন্তু ২৫ বছর বয়েসি এই ডানহাতি ব্যাটসম্যান তবু উন্নতির জায়গা দেখছেন আরও। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন এবার তার লক্ষ্য ওয়ানডে ক্রিকেটে সেরাদের মতো পারফর্ম করা, নিজের ভূমিকায় নাম কুড়ানো, ‘উন্নতির জায়গা আছে আরও, এটা নিশ্চিত। ব্যক্তিগতভাবে ওয়ানডেতে উন্নতি করতে চাই। ইনিংসের শেষ দিকটায় আরও অবদান রাখতে চাই, বাউন্ডারির সুযোগ বাড়াতে চাই।’

ব্যাটিংয়ের পাশাপাশি অনিয়মিত লেগ স্পিনটাও করেন লাবুশেন। করোনায় ফাঁকা অবসরে বসে ভেবেছেন অন্তত ওয়ানডেতে বোলিং করতে চান আরও শাণিত। সব মিলিয়ে লাবুশেনের ভাবনা সব মিলিয়ে সেরা ক্রিকেটার হওয়া,  ‘আরও কিছু ব্যাপার আছে। যেমন আমার বোলিং। এটা যদি আমি আরও উন্নতি করতে পারি, সীমিত ওভারের ক্রিকেটে আরও কিছু ওভার বল করতে পারি। তাহলে এটা আমাকে সাহায্য করবে।’

‘অদ্ভুত সুন্দর এক খেলা। এখানে সন্তুষ্টির জায়গা নেই। আপনি যেখানে আছেন তা নিয়ে খুশি থাকবেন কিন্তু আরও ভাল কিছু করতে চাইবেন। নিজেকে আরও উচ্চতায় তুলতে চেষ্টা চালাবেন।’

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago