'বার্সেলোনায় সুখেই আছি, আর কি চাই?'
অধিনায়ক লিওনেল মেসির পর বার্সেলোনায় সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়ের নাম গোলরক্ষক মার্ক-আন্দ্রেস টের স্টেগেন। এমন খেলোয়াড়কে নিশ্চয় ছেড়ে দিতে চায় না কোনো ক্লাব। অথচ চলতি মৌসুমে এ তারকা গোলরক্ষকের ক্লাব ছাড়ার গুঞ্জন বেশ চড়া। তবে সে গুঞ্জন অনেকটাই উড়িয়ে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম লাইভে জানালেন, বার্সেলোনাতে বেশ সুখেই আছেন এ জার্মান গোলরক্ষক।
মূলত, আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে টের স্টেগেনের সঙ্গে বার্সেলোনার নতুন কোনো চুক্তি না হওয়ার গুঞ্জনটা বেড়েছে। তার উপর বেশ কিছু ইংলিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, তাকে কিনে আগ্রহী চেলসি। এ নিয়ে আলোচনাও হয়েছে বার্সেলোনার সঙ্গে। আলোচনার অগ্রগতিও বেশ। এছাড়া স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ডাচ ক্লাব আয়াক্সের ক্যামেরুনিয়ান গোলরক্ষক আন্দ্রে ওনানাকে কেনার জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছে কাতালানরা।
চেলসি ছাড়াও ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও টের স্টেগেনকে কিনতে আগ্রহী। এ নিয়ে বার্সাকে প্রস্তাব দিয়েছে তারা। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এ জার্মান গোলরক্ষক, 'আমি বার্সেলোনাতে সুখেই আছি। আমার অবস্থান খুব ভালো। আর কি চাই? আমি চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে নিরুদ্বেগ। আমরা খুব শিগগিরই এ নিয়ে কথা বলা শুরু করবো।'
বেশ কিছু দিন আগেই স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছিল টের স্টেগেনের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু এরপর আর বিষয়টি এগোয়নি। মূলত করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে আলোচনা স্থগিত রয়েছে বলে জানান টের স্টেগেন, 'বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করার জন্য আমাদের প্রাথমিক কথোপকথন হয়েছিল, তবে বর্তমান পরিস্থিতির কারণে এখন এটা স্থগিত রেখেছি। এ মুহূর্তে এটা থেকেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস করার আছে।'
২০১৪ সালে বুরুশিয়া মনশেনগ্লাডব্যাক থেকে ১০ মিলিয়ন পাউন্ড খরচ করে টের স্টেগেনকে কিনে আনে বার্সেলোনা। তবে ২০১৬ সালে ক্লাদিও ব্রাভো ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই মূল গোলরক্ষকের দায়িত্ব পান ২৮ বছর বয়সী এ তারকা। আগামী ২০২২ সাল পর্যন্ত কাতলান ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে।
Comments