পটুয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, গ্রেপ্তার ১০
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকায় বালু উত্তোলনকারী চক্রের ৪০-৫০ জন ইট-পাটকেল নিয়ে এ হামলা চালায়।
ঘটনার পর স্টগার্ড এ চক্রের মূল হোতা লিটন গাজী ও তার সহযোগী রানা গাজীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। সরকারি কাজে বাধাদানের অভিযোগে কলাপাড়া থানায় এই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া বালু কাটায় যুক্ত আট জনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন—জহিরুল ইসলাম, হানিফা, বশির আহম্মেদ, জহিরুল ইসলাম-২, মাসুদ রানা, মোহাম্মদ মিরাজ, ওমর ফারুক ও হিরন হাওলাদার।
ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, নদী থেকে অবৈধভাবে বালু কাটার খবর পেয়ে তিনি সকালে অভিযানে যান। এ সময় লিটনগাজী ৪০-৫০ জন লোক নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতের ওপর অতর্কিত হামলা চালায়। উপজেলা প্রশাসনের নৌকাকে ধাওয়া করা হয়। পরে কোস্টাগার্ডের সহায়তায় অবৈধ ড্রেজারের মালিক লিটনাগাজীসহ তার এক সহযোগীসহ ড্রেজারের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়।
তবে হামলার ঘটনায় ইউএনও নিজে আহত হননি বলে জানিয়েছেন।
Comments