ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তিন জনের মধ্যে দুই জনকে আজ সোমবার দুপুরে আটক করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, মানসিক প্রতিবন্ধী ওই নারী বাবার বাড়িতে থাকতেন। তার স্বামী তাকে ছেড়ে গেছেন। রোববার রাতে বাড়ি থেকে বের হলে, বাজারের পাশের ইটভাটায় নিয়ে তিন জন তাকে ধর্ষণ করে।
তিনি জানান, মেয়েকে খুঁজতে বের হওয়া বাবাকে দেখে অভিযুক্তরা পালিয়ে যায়। ওই নারীর বাবা আজ সকালে তিন জনকে আসামি করে মামলা করেছেন।
ওসি জানান, মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments