ইউনাইটেডের ইনিয়েস্তা হতে চান ব্রুনো ফার্নান্দেজ

ফাইল ছবি: এএফপি

বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার মানা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজকে। মাঝ মাঠ নিয়ন্ত্রণ করার পাশাপাশি গোল দেওয়া ও সতীর্থকে দিয়ে করাতেও পারদর্শী এ খেলোয়াড়। ঠিক যেমনটা বার্সেলোনায় করতেন আন্দ্রেস ইনিয়েস্তা। এ স্প্যানিশ তারকার খেলা দেখেই অনুপ্রেরণা পান তিনি। ইউনাইটেডের ইনিয়েস্তা হয়ে উঠতে চান এ পর্তুগিজ।

সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের অফিশিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে ব্রুনোর কাছ থেকে জানতে চাওয়া হয় কাকে প্রেরণা মেনে খেলেন তিনি। উত্তরে ব্রুনো বলেন, 'যাকে আমি খুব দেখতাম এবং অনুসরণ করতাম, সে হলো ইনিয়েস্তা। কারণ ইনিয়েস্তা হচ্ছেন নম্বর আট এবং দশের মিশ্রণ। আমি এই জায়গাটাতে খেলতে ভালোবাসি, আট এবং দশের মধ্যে। তিনি সব সময় পায়ে বল রাখতে পছন্দ করতেন এবং ঝুঁকি নিতেন। আমার মতে ইনিয়েস্তা পৃথিবীর অন্যতম সেরা একজন খেলোয়াড়।'

বার্সেলোনায় থাকাকালীন সময়ে দলের প্রাণভোমরাই ছিলেন ইনিয়েস্তা। মাঝমাঠের দখল রেখেছেন। মেসি-সুয়ারেজকে দিয়েছেন ভুরিভুরি গোলের জোগান। ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। জিতেছেন বিশ্বকাপও। কিন্তু তারপরও ইনিয়েস্তা কেন ব্যালন ডি'অর জিততে পারেননি তা বুঝতে পারেন না ব্রুনো, 'সে সব কিছু জয় করার পরও কীভাবে সে ব্যালন ডি'অর জিতেনি এটা আমার কাছে খুবই অবাক লাগে। আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারি না।'

তবে শুধু যে ইনিয়েস্তাকেই অনুসরণ করেন না ব্রুনো, শুরুর দিকে আরেক বার্সেলোনা তারকা রোনালদিনহোকে অনুসরণ করতেন তিনি, 'আমি অনেক খেলোয়াড়ের খেলা দেখতে পছন্দ করি। উদাহরণ হিসেবে, প্রথম কিছু বছরে, আমার মনে হয় যাকে সবাই পছন্দ করে এবং সবসময় পছন্দ করা উচিৎ সে হচ্ছে রোনালদিনহো।'

'আমার কাছে, এ খেলোয়াড়ের ক্ষমতা ছিল আপনাকে ধরে রাখতে এবং টিভির সামনে বসাতে। আপনি সেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় দিতে পারবেন। কারণ তার মধ্যে সে শক্তি ও আনন্দটা ছিল। সে যা করেছে তার সবকিছুতেই সে খুশী। তার মতো কেউ খেললে আপনি অবশ্যই উপভোগ করবেন। তাই শুরুর দিকে আমার প্রিয় খেলোয়াড় ছিল রোনালদিনহোই।' - যোগ করে আরও বলেন তিনি।

বার্সেলোনার সাবেক দুই তারকার উচ্ছ্বসিত প্রশংসা করলেও স্বদেশী তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর প্রশংসাও করেছেন ব্রুনো, 'এরপর, অবশ্যই আমি বলেছি ক্রিস্তিয়ানো রোনালদো পৃথিবীর অন্যতম সেরা একজন খেলোয়াড়। একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আপনি তাকে ফলো করতেই পারেন।'

চলতি মৌসুমের শুরুতেই স্পোর্তিং লিসবন থেকে ৬৮ মিলিয়ন পাউন্ড খরচ করে ব্রুনোকে কিনে আনে ইউনাইটেড। আর অল্প দিনের মধ্যেই সমর্থক পছন্দের শীর্ষে উঠে গেছেন। আর দলের অন্যতম প্রধান ভরসাও হয়ে উঠেছেন এ ২৫ বছর বয়সী তরুণ।

Comments

The Daily Star  | English

NBR removes import duty on onions

The tariff withdrawal will remain effective until Jan 15 next year

2h ago