নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় মৃত্যুর ঘটনা দুটি ঘটে। এ নিয়ে গত ছয় দিনে নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হলো।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি গ্রামের এক যুবক কয়েকদিন ধরে জ্বর-কাশি-ডায়রিয়ায় ভুগছিলেন। তখন থেকে তিনি বাড়িতেই ছিলেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালে আসার পথে তিনি মারা যান। মরদেহসহ পরিবারটির চার জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
অপর দিকে, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, চৌমুহনী পৌরসভায় এক প্রৌঢ় ১০-১২ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়। খবর পেয়ে মৃত ব্যক্তি ও তার পরিবারের ছয় জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ব্যক্তি চৌমুহনী বাজারের একটি মাছের আড়তে কাজ করতেন বলে জানা গেছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুযায়ী দাফন সম্পন্ন হয়েছে।
Comments