লকডাউনে অনলাইন পণ্য ডেলিভারিতে বাধা নেই

delivery-man.jpg

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে লকডাউনের মধ্যেও যেকোনো অনলাইন পণ্য ডেলিভারির বাধা তুলে দেওয়া হল। সেই সঙ্গে পণ্য ডেলিভারির সময়ও বাড়ানো হয়েছে ছয় ঘণ্টা।

আজ মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

তাদের নির্দেশনা অনুসারে খাবার ছাড়াও পোশাক, ইলেকট্রনিক্স, বই এবং প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি ও ডেলিভারি সকাল ছয়টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলতে পারবে। এর আগে, সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চালু ছিল।

এই সুবিধা পাওয়ার জন্য অনলাইন প্রতিষ্ঠানগুলোকে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাবের সদস্য হতে হবে। পণ্য পরিবহনের জন্য সরকার প্রদত্ত প্রত্যয়নপত্র ও স্টিকার সংগ্রহ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ‘সরকারের এই সিদ্ধান্তের ফলে ই-কমার্স খাত যে চ্যালেঞ্জের মধ্যে ছিল, তার কিছুটা হলেও সামাল দেওয়া যাবে।’

ইতোমধ্যে ই-ক্যাবের পক্ষ থেকে স্টিকার ও প্রত্যয়নপত্র দেওয়া শুরু হয়েছে। সংগঠনটির সাপোর্ট সেন্টার থেকে অফিস চলাকালে এই স্টিকার সংগ্রহ করা যাবে বলেও জানিয়েছেন তমাল।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিটি ইতোমধ্যেই সকল বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago