বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা ঠিক হবে না: কর্তুয়া
লিগ বাতিল করে শীর্ষে থাকা দলকে সবার আগে চ্যাম্পিয়ন করার ঘোষণা দেয় বেলজিয়ান ফুটবল ফেডারেশন। অথচ সেই দেশের গোলরক্ষক স্পেনে এ নিয়ম চান না। কারণ এ নিয়মে চ্যাম্পিয়ন হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। আর শেষ পর্যন্ত যদি করোনাভাইরাসের কারণে লিগ বাতিল করে কাতালানদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় তাহলে এটা খুবই হতাশাজনক হবে বলে জানালেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তুয়া।
বেলজিয়ামের পর কদিন আগে শীর্ষে পাঁচ লিগের অন্যতম লিগ ওয়ানও বাতিল করে ফরাসী ফুটবল ফেডারেশন। শীর্ষে থাকা প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কিন্তু স্পেনে এ নিয়মের বিপক্ষে বলার উপযুক্ত যুক্তিও দিয়েছেন কর্তুয়া। বেলজিয়াম কিংবা ফ্রান্সে শীর্ষে থাকা দলের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যে পয়েন্টের পার্থক্য ছিল বিশাল। কিন্তু লা লিগায় তা নয়। রিয়াল থেকে মাত্র ২ পয়েন্টে এগিয়ে আছে বার্সা। এছাড়া নেদারল্যান্ডসের উদাহরণও টেনেছেন তিনি।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে কর্তুয়া বলেছেন, 'মৌসুম আবারও শুরু হলে তো দারুণই হবে। আমরা বার্সার চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছি। সুতরাং চ্যাম্পিয়ন হওয়ার এখনও সুযোগ আছে। যদি মৌসুম বাতিল হয় তবে তা হবে দুর্ভাগ্যজনক। যেমন ফ্রান্সে যারা অবনমিত হয়েছে, তারা হয়ত নিজেদের শেষ মুহূর্তে বাঁচাতে পারত। তাদের এই সিদ্ধান্ত পছন্দ হবে না এটা নিশ্চিত। নেদারল্যান্ডসে কাউকে চ্যাম্পিয়নও করা হয়নি, আবার কাউকে অবনমিতও করা হয়নি। দ্বিতীয় বিভাগ থেকে যাদের উঠে আসার কথা ছিল, তাদের জন্য খারাপ লাগছে।'
স্থগিত হওয়ার আগে লা লিগায় অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। শীর্ষস্থানের বদল হয়েছে কয়েক দফা। তাই নিজের দলকে বার্সেলোনার চেয়ে যোগ্য দাবি করেন বেলজিয়ান গোলরক্ষক, 'সুতরাং, যদি হঠাৎ একদিন সকালে লিগ থামিয়ে দেয়া হয় আর বার্সাকে চ্যাম্পিয়ন করা হয়, তাহলে আমার কাছে মনে হয় না এটা উচিত হবে। এমনকি বার্সার কোচদের কাছেও মনে হয় না এটা ঠিক বলে মনে হবে। তারা আমাদের কাছে একবার হেরেছে, আরেকবার ড্র করেছে। আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা তাদের চেয়ে ভালো দল। শুধু তাদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে আছি। মনে হয় না এটা ঠিক কাজ হবে।'
অবশ্য গত সোমবার (৪ মে) থেকে আবারও অনুশীলনে ফিরেছে স্প্যানিশ দলগুলো। তাতে লিগ শুরুর ইঙ্গিত মিলছে স্পষ্টত। তবে আবারও খেলা মাঠে গড়ানোর আগে খেলোয়াড় এবং স্টাফদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের প্রতিও জোর দিয়েছেন রিয়াল গোলরক্ষক, 'আমাদের অবশ্যই খেলা শুরু করা উচিৎ, তবে তার আগে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। যেহেতু লক্ষণ প্রকাশ ছাড়াও অনেকে করোনায় আক্রান্ত হতে পারে, তাই আমাদের সুরক্ষা সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে তবেই মাঠে নামতে হবে।''
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লা লিগা থেমে যাওয়ার আগপর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট তাদের।
Comments