চাঁদপুরে পিকআপ উল্টে নিহত ১, আহত ১০
চাঁদপুরের হাজীগঞ্জে একটি পিকআপ উল্টে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয় নির্মাণ শ্রমিকসহ এক রিকশা চালক আহত হন।
আজ বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে হাজীগঞ্জ পৌর এলাকার রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী মনির মুন্সি জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে নির্মাণ শ্রমিক বাচ্চুকে (৪২) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাচ্চুর বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামে।
ওসি আলমগীর হোসেন বলেন, ‘হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।’
Comments