চাঁপাইনবাবগঞ্জে আরও ৯ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে আরও নয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত ১১ জনের করোনা শনাক্ত হলো।

আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৪ মে চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য বিভাগ ৮৪ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ সন্ধ্যায় ৮৪ জনের রিপোর্ট এসেছে। এরমধ্যে ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।

নতুন শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরের ৩ জন, নাচোলের ৩ জন, ভোলাহাটের ২ জন ও শিবগঞ্জের ১ জন।

উল্লেখ্য, এর আগে গত মাসে চাঁপাইনবাবগঞ্জ সদরে দুই জনের দেহে করোানা শনাক্ত হয়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago