করোনাভাইরাস

মৃত্যু ২ লাখ ৬৩ হাজার, আক্রান্ত ৩৭ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩৭ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১২ লাখ মানুষ।
Corona-USA
সুরক্ষা পোশাক পরে আছেন নিউইয়র্কের একজন নার্স। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩৭ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১২ লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৫৫ হাজার ৩৪১ জন এবং মারা গেছেন ২ লাখ ৬৩ হাজার ৮৩১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ৪১৫ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৮ হাজার ৬০৩ জন এবং মারা গেছেন ৭৩ হাজার ৪৩১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৯১০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২০ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ হাজার ১৫০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৩৫৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯৩৪ জন।

এ ছাড়া, ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৫৭ জন, মারা গেছেন ২৯ হাজার ৬৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৯৩ হাজার ২৪৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ২২৪ জন, মারা গেছেন ২৫ হাজার ৮১২ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৮১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন, মারা গেছেন ৭ হাজার ২৭৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৬৫০ জন, মারা গেছেন ৬ হাজার ৪১৮ জন এবং সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৮৭ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৭৪৪ জন, মারা গেছেন ৩ হাজার ৫৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ২০২ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৭০ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯২৯ জন।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৯২৯ জন, মারা গেছেন ১ হাজার ৫৩৭ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩২৭ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬১১ জন, মারা গেছেন ৮ হাজার ৫৮৮ জন এবং সুস্থ হয়েছেন ৫১ হাজার ৩৭০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১১ হাজার ৭১৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১৮৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago