পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৫০ বছর বয়সী একজন মারা গেছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মতিন।
তিনি বলেন, ‘করোনা পরীক্ষার জন্য মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ দাফনের নিয়ম মেনেই তাকে দাফন করা হয়েছে।’
পরিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকালে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Comments