ভারতে বিষাক্ত গ্যাসে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১০০০
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি রাসায়নিক কারখানা থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ ১০০০ এরও বেশি মানুষকে হাসাপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাতে গোপালপট্টমের এলজি পলিমার নামের একটি রাসায়নিক কারখানা থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্যাস নির্গমনের ঘটনায় আশেপাশের তিনটি গ্রামের হাজারো মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে বাড়িতে অচেতন হয়ে পড়ে আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার করা হচ্ছে।
ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এই ঘটনাকে কেমিক্যাল বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে।
Comments