নড়াইলে পুলিশের ওপর হামলায় ২ কনস্টেবল আহত, আটক ১
নড়াইলের সদর উপজেলার দুর্বৃত্তদের হামলায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ১১টার দিকে নড়াইল সদর থানার কামালপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার বিকেলে হামলার ঘটনায় ২৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।
ওসি জানান, গতকাল রাতে নিয়মিত টহলের সময় একটি বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালানোর খবর পায় পুলিশ। সেখানে গিয়ে পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের ধাওয়া করে একজনকে আটক করে। এসময় আটক সহযোগীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন কনস্টেবল আশিক ও রাকিব। এ সময় পুলিশের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও ভাঙচুর চালানো হয়।
আহতদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘পুলিশের ওপর হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে কিন্তু হামলার পরও আসামিকে ছিনিয়ে নিতে পারে নাই। আমি পুলিশের সাহসিকতার প্রশংসা করি। তাদের পুরস্কৃত করা হবে।’
Comments