জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমামের করোনা শনাক্ত

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমামের করোনা শনাক্ত হয়েছে। ফলে, আগামী ১৬ মে পর্যন্ত ওই মসজিদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি আবাসিক ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে।

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমামের করোনা শনাক্ত হয়েছে। ফলে, আগামী ১৬ মে পর্যন্ত ওই মসজিদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি আবাসিক ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ৪৯ বছর বয়সী ইমামের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ইমাম ও তার পরিবারের সদস্যদের সংস্পর্শে আসায় ১০ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই ইমামের শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আক্রান্ত ইমাম গত ২৯ এপ্রিল চাঁদপুরের ফরিদগঞ্জে তার শ্বশুরের জানাজায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি গত ৩ মে পর্যন্ত ছিলেন। চাঁদপুর থেকে ফেরার পরে গত ৫ মে তার নমুনা সংগ্রহ করে আইসিডিডিআর,বি-তে পাঠানো হয়।’

শরীয়তপুর সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আবদুর রশিদ বলেন, ‘এ পর্যন্ত জেলায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে এক জন সুস্থ হয়েছেন ও দুই জনের মৃত্যু হয়েছে।’

Comments