মৃত্যু ২ লাখ ৬৯ হাজার, আক্রান্ত ৩৮ লাখের বেশি
বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৮ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।
আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৬ হাজার ৮৬১ জন এবং মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৫৮৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১২ লাখ ৮৫ হাজার ৮০৭ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫৬ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ৭৫ হাজার ৬৭০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৩৬ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ২৬ হাজার ৭০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫১১ জন।
যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯৭০ জন।
এ ছাড়া, ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৮৫৮ জন, মারা গেছেন ২৯ হাজার ৯৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৬ হাজার ২৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯১৮ জন, মারা গেছেন ২৫ হাজার ৯৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ হাজার ১৯১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৪৩০ জন, মারা গেছেন ৭ হাজার ৩৯২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭০০ জন।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ১৩৫ জন, মারা গেছেন ৬ হাজার ৪৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৪৪ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭২১ জন, মারা গেছেন ৩ হাজার ৬৪১ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৮৪ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৭৫ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯৭৭ জন।
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ১৬০ জন, মারা গেছেন ১ হাজার ৬২৫ জন এবং সুস্থ হয়েছেন ২৩ হাজার ৮০৩ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৩ জন, মারা গেছেন ৯ হাজার ১৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৩৫০ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৪২৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১৯৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।
Comments