করোনাভাইরাস

মৃত্যু ২ লাখ ৬৯ হাজার, আক্রান্ত ৩৮ লাখের বেশি

Corona-USA
নিউজার্সিতে সুরক্ষা পোশাক পরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ নিয়ে যাচ্ছেন কর্মীরা। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৮ লাখেরও বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৪৬ হাজার ৮৬১ জন এবং মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৫৮৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১২ লাখ ৮৫ হাজার ৮০৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫৬ হাজার ৯৭২ জন এবং মারা গেছেন ৭৫ হাজার ৬৭০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৩৬ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ইউরোপের দেশ স্পেনে। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ২৬ হাজার ৭০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫১১ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩০ হাজার ৬৮৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯৭০ জন।

এ ছাড়া, ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৮৫৮ জন, মারা গেছেন ২৯ হাজার ৯৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৬ হাজার ২৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৯১৮ জন, মারা গেছেন ২৫ হাজার ৯৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ হাজার ১৯১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৪৩০ জন, মারা গেছেন ৭ হাজার ৩৯২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭০০ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ১৩৫ জন, মারা গেছেন ৬ হাজার ৪৮৬ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৪৪ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৭২১ জন, মারা গেছেন ৩ হাজার ৬৪১ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৮৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৯৭৫ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৯৭৭ জন।

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়া ও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ১৬০ জন, মারা গেছেন ১ হাজার ৬২৫ জন এবং সুস্থ হয়েছেন ২৩ হাজার ৮০৩ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৩ জন, মারা গেছেন ৯ হাজার ১৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৩৫০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৪২৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১৯৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।

Comments

The Daily Star  | English
consensus commission bicameral parliament proposal

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

4h ago