লালমনিরহাটে নার্সসহ আরও ৯ জনের করোনা শনাক্ত
লালমনিরহাটের আদিতমারী ও হাতীবান্ধা উপজেলায় নার্সসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও নয় জনকে শনাক্ত করা হয়েছে। এদেরমধ্যে একই পরিবারের পাঁচ জন রয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ শুক্রবার লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুর থেকে আসা করোনা আক্রান্ত এক যুবকের সংস্পর্শে যাওয়া পরিবারের আরও পাঁচ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ওই যুবক গত ১৮ এপ্রিল রাত থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন। বর্তমানে তিনি সুস্থ আছেন। এ ছাড়া, শনাক্তের তালিকায় আছেন ওই রোগীর সংস্পর্শে যাওয়া আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স (৪৬), হাসপাতালের যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী (৩০)। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে যাওয়া আরও একজন।
সিভিল সার্জন আরও জানান, একই দিনে হাতীবান্ধা থেকে পাঁচ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে এক নারীর ফল পজিটিভ আসে। তিনি ওই উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের অধিবাসী এবং কয়েকদিন আগে কুমিল্লা থেকে বাড়িতে ফিরেছেন।
ডা. নির্মলেন্দু রায় জানান, পূর্বের আক্রান্ত দুই জনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন আক্রান্তের মধ্যে নার্স রয়েছেন। তাকে লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটে ভর্তি করা হবে। তা ছাড়াও, যারা বাড়িতে থেকে চিকিৎসা নিতে চান, তাদের পরামর্শ দেওয়া হবে।
Comments