বাবরি মসজিদ মামলার আসামি আদভানি, যোশী: রায় ৩১ আগস্টের মধ্যে

আগামী ৩১ আগস্টের মধ্যে অযোধ্যার আলোচিত বাবরি মসজিদ মামলায় আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করতে লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালতকে সময় বেঁধে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
babri_masjid_0.jpg
১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী হিন্দু কর সেবকরা বাবরি মসজিদ ভেঙে ফেলেন। ছবি: সংগৃহীত

আগামী ৩১ আগস্টের মধ্যে অযোধ্যার আলোচিত বাবরি মসজিদ মামলায় আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করতে লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালতকে সময় বেঁধে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

মামলায় আসামিরা হলেন, ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী এবং উমা ভারতী।

এনডিটিভি জানিয়েছে, গত বছরের জুলাইয়ে নয় মাসের মধ্যে এই মামলার রায় ঘোষণা করতে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। চলতি বছর এপ্রিলে শেষ হয়েছে সেই মেয়াদ।

আজ শুক্রবার সিবিআই আদালতকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘প্রয়োজনে ভিডিও-কনফারেন্সিং করে শুনানি করুন। কিন্তু ৩১ আগস্টের আগেই যাতে রায় ঘোষণা সম্পন্ন হয়।’

এই মামলার অপর তিন আসামি গিরিরাজ কিশোর, বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংহল এবং বিষ্ণু ডালমিয়া বিচারাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে, গত বছরের ৯ নভেম্বর বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

সেদিন রায়ে বলা হয়, অযোধ্যার বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য তুলে দিতে হবে সরকারি ট্রাস্টের হাতে এবং শহরের ‘উপযুক্ত’ পাঁচ একর জমি মুসলিমদের দিতে হবে।

আরও পড়ুন:

বিতর্কিত জমিতে মন্দির, মসজিদের জন্য বিকল্প জায়গা

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago