চাঁদপুরে ৫ পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ১৩

corona_detected.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরে পাঁচ জন পুলিশ সদস্য, এক ইউনিয়ন পরিষদ সচিবসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এ নিয়ে চাঁদপুরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭ জন। ইতোমধ্যে মারা গেছেন চার জন। সুস্থ হয়েছেন ১১ জন। বাকিরা হাসপাতাল এবং নিজ বাসা-বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজ ১৫১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৩ জনের পজিটিভ। বাকি ১৩৯ জনের রিপোর্ট নেগেটিভ।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে পাঁচ জন পুলিশ সদস্য, একজন ইউপি সচিব এবং একজন ল্যাব টেকনোলজিস্ট রয়েছেন।

এ নিয়ে চাঁদপুরে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো আট জনে। নতুন আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে চার জন এসআই ও একজন কনস্টেবল। তারা সবাই চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত। পূর্বের তিন জনও একই থানায় কর্মরত।

নতুন আক্রান্ত ল্যাব টেকনোলজিস্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

অপরদিকে, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও নেগেটিভ এসেছে। পরপর দু’টি নেগেটিভ রিপোর্ট আসায় তিনি এখন করোনামুক্ত। তিনিসহ এখন জেলায় করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১২ জনে।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

1h ago