রাঙামাটিতে আগুনে পুড়ে ছাই ১৯ ঘর
রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রাঙামাটির ফায়ার ষ্টেশনের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানায়, আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে রিজার্ভ মুখ রাঙামাটির চেয়ারম্যান কলোনির একটি রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার উদয়ন চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
এদিকে, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
Comments