জয়পুরহাটে মা ও ৭ মাস বয়সী ছেলেসহ আরও ৫ জনের করোনা শনাক্ত
জয়পুরহাটে মা ও তার সাত মাস বয়সী ছেলে সন্তানসহ আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
আজ শনিবার জয়পুরহাটের সিভিল সার্জন ডা সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ পাওয়া রিপোর্টে পাঁচ জনের করোনা পজিটিভি এসেছে। তাদেরকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশনে (সেফ অতিথিশালা) পাঠানো হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে পাঁচবিবি উপজেলার দুই জন, সদর উপজেলার দুই জন ও আক্কেলপুর উপজেলার এক জন আছেন।’
স্থানীয় প্রশাসন ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আক্রান্ত মা ও ছেলে ঢাকাফেরত ছিলেন। ১০ দিন আগে তারা যাত্রাবাড়ী থেকে দেবরাইল (লালিপাড়া) গ্রামে আসে। গত ১ মে স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে। কিন্তু, রিপোর্ট আসতে দেরি হওয়ায় তারা আবার ঢাকা চলে যান। বর্তমানে তারা যাত্রাবাড়ীতে আছেন।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় বলেন, ‘মা তার সাত মাস বয়সী ছেলেকে নিয়ে আবার ঢাকা চলে গেছে। যাত্রাবাড়ী থানায় খবর দিয়ে মা ও ছেলেকে যাত্রাবাড়ী আইসোলেশন সেন্টারে ভর্তি করতে বলা হয়েছে। ওই নারীর স্বামীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’
Comments