পঞ্চগড়-ঢাকার মধ্যে চালু হলো স্পেশাল পার্সেল এক্সপ্রেস ট্রেন
পঞ্চগড় ও ঢাকার মধ্যে পণ্যবাহী ‘স্পেশাল পার্সেল এক্সপ্রেস’ ট্রেন চালু হয়েছে। করোনা পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহন সহজ করতে শনিবার বিকেল ৪টায় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ফিতা কেটে ও পতাকা উড়িয়ে এই ট্রেন উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ব্যবসায়ীরা এই বিশেষ ট্রেনে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল ঢাকায় নিয়ে যেতে পারবেন। ট্রেনটির ছয়টি বগির মধ্যে পাঁচটিতে মালামাল বহন করা যাবে। প্রতিটি বগির ধারণ ক্ষমতা ৪৩ মেট্রিকটন।
প্রতি কেজি পণ্য পরিবহনে ৩ টাকা ১২ পয়সা ভাড়া নির্ধারণ করা থাকলেও উদ্বোধনী দিনে ব্যবসায়ীরা টমেটো এবং শুকনো মরিচ বিনামূল্যে বহনের সুযোগ পেয়েছেন।
বিশেষ এই ট্রেনটি রুহিয়া, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, নলডাংগারহাট, নাটোর, মুলাডুলি, লাহিড়ীমোহনপুর এবং তেজগাঁও রেল স্টেশনে মালামাল উঠানো ও নামানোর জন্য যাত্রা বিরতি করবে।
উদ্বোধনকালে রেলমন্ত্রী বলেন, গত ৪ মে রংপুর বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য এলাকার পাশাপাশি পঞ্চগড় থেকেও রেলে পণ্য পরিবহনে তাগিদ দেন।
সেই ধারাবাহিকতায় এই এলাকার কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেজন্য পঞ্চগড় থেকে এই বিশেষ পণ্যবাহী ট্রেন চালু করা হলো।
দেশের কোথাও যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট না হয় সেজন্য গত ১ মে থেকে দেশে আরও দুটি পণ্যবাহী ট্রেন চালু করা হয়েছে উল্লেখ করে তিনি সব ধরনের শাক সবজি ও অন্যান্য পণ্য এই ট্রেনে পরিবহন করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এ সময় মন্ত্রী ট্রেনে পণ্য পরিবহন খরচ কমানোরও আশ্বাস দেন।
Comments