করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে জীবন দিলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। আজ শনিবার সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল মো. জালাল উদ্দিন খোকা (৪৭)।
এ নিয়ে করোনায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য মারা গেলেন।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জালাল উদ্দিন ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগে কর্মরত ছিলেন। করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ২৬ এপ্রিল জালাল উদ্দিনের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে মারা যান জালাল।
প্রেস নোটে জানানো হয়, জালালের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার উড়াহাট গ্রামে। তিনি দুই মেয়ে ও এক ছেলে রয়েছে তার।
পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Comments