পটুয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন পরিশোধকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন পরিশোধকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেতকাটা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল জুমার নামাজের পর ইমাম ও মুয়াজ্জিনের বেতন পরিশোধ করা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে, সন্ধ্যা ৬টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।  

গ্রামবাসী জানায়, জুমার পরে পরিস্থিতি উত্তপ্ত হলে বিকেলে মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, আহত রোগীদের মধ্যে আব্দুস সাত্তার হাওলাদার নামে একজনের অবস্থার অবনতি হলে আজ সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত ১১ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments