করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে চীন-রাশিয়া
নতুন করোনাভাইরাস মোকাবিলায় এক সঙ্গে কাজ করবে চীন ও রাশিয়া।
গত শুক্রবার রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে এ কথা জানান চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি সৃষ্টিকারী এ ভাইরাসের বিরুদ্ধে লড়তে মস্কোকে সহযোগিতা করবে বেইজিং।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকেই পশ্চিমের দেশগুলোর তীব্র চাপের মুখে পড়ে চীন। বিশ্ব রাজনীতির প্রধান পরাশক্তি যুক্তরাষ্ট্র মহামারির জন্য সরাসরি চীনকে দায়ী করেছে।
পশ্চিমের তীব্র চাপের মুখেও বেইজিং ও মস্কোর মধ্যে সম্প্রীতি বজায় আছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান দুই বিজয়ী শক্তি ও জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়ার উপর বিশ্ব শান্তি রক্ষার দায়িত্ব বর্তায়। আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষা, বহুপাক্ষিক নীতি ও বিশ্বব্যবস্থা সুরক্ষিত রাখতে রাশিয়ার সঙ্গে চীন কাজ করতে আগ্রহী।’
অন্যদিকে, পুতিনও চীনের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী বলে জানায় বেইজিং।
পুতিনের বরাতে বেইজিং জানায়, মহামারি মোকাবিলায় চীনের পক্ষেই রাশিয়ার অবস্থান দৃঢ়। মহামারিকে ব্যবহার করে চীনের সমালোচনার বিরুদ্ধে সোচ্চার রাশিয়া।
উল্লেখ্য, করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর এ নিয়ে তৃতীয়বারের মতো ফোনে আলাপ করলো চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা।
Comments