উহানে ৩৭ দিন পর আবারও করোনা রোগী শনাক্ত
চীনের উহানে আবারও নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। টানা ৩৭ দিন পর শহরটিতে নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।
আজ রোববার, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গুরুতর অবস্থায় এক রোগীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আক্রান্ত ওই রোগীর প্রতিবেশীদের নমুনায় পরীক্ষায় আরও ২০ জনের করোনা পজেটিভ এসেছে। তাদের মধ্যে ওই রোগীর স্ত্রীসহ পাঁচজনের কোনো উপসর্গ ছিল না।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাতে উহানের স্বাস্থ্য কমিশন জানায়, আগে যেসব এলাকায় সামাজিক সংক্রমণ শুরু হয়েছিল নতুন আক্রান্তের সঙ্গে সেখানকার সংক্রমণের যোগসূত্র পাওয়া গেছে। উপসর্গহীন রোগীদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চীনের জাতীয় ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, সরকারি হিসাবে উপসর্গহীন রোগীদের যোগ করা হয়নি।
গত ৮ এপ্রিল টানা ৭৬ দিন লকডাউনে থাকার পর উহান শহরে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। শনিবার পর্যন্ত এ শহরে ৫০ হাজার ৩৩৪ জন আক্রান্ত হয়েছেন।
Comments